রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

তরমুজের দাম কমে অর্ধেক তবু মিলছে না ক্রেতা

নিজস্ব প্রতিবেদক

তরমুজের দাম কমে অর্ধেক তবু মিলছে না ক্রেতা

তরমুজের দাম অর্ধেকের বেশি কমেছে। রোজার শুরুতে তরমুজের যে দাম ছিল, তা দুই সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে। এখন ৪০ থেকে ৫০ টাকার মধ্যে মিলছে প্রতি কেজি তরমুজ। কোথাও কোথাও এর কমেও পাওয়া যাচ্ছে। রোজার শুরুতে যেখানে তরমুজের দাম ছিল কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা, সেখানে এখন একটি বড়সড়ো তরমুজ ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দাম কমার পরও মিলছে না ক্রেতা। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বড় ১০ থেকে ১২ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ টাকায়। মাঝারি সাইজের তরমুজ ২০০ থেকে ২৫০ টাকা এবং ছোট তরমুজ ১৫০ টাকার নিচেও কেনা যাচ্ছে। রাজধানীর বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি তরমুজ ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম বেশ কমেছে। রোজার শুরুতে প্রতি কেজি তরমুজের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা।

সর্বশেষ খবর