রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাজার মনিটরিং করায় ভোক্তাদের মধ্যে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, ভোক্তা অধিদফতর, বিএসটিআই, জেলা প্রশাসন, পুলিশ, চেম্বার প্রতিনিধি, বাজার মালিক সমিতিসহ বিভিন্ন অংশীজনকে নিয়ে নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এতে ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেই সঙ্গে বাজারে নকল-ভেজাল পণ্য বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল সকালে রংপুর সিটি বাজার মনিটরিংয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

 

সর্বশেষ খবর