রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাজার স্থিতিশীল রাখতে আহ্বান এফবিসিসিআইর

নিজস্ব প্রতিবেদক

এবারের রমজানে পিঁয়াজ, আলু ইত্যাদি নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় রয়েছে দাবি করে এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ের ব্যবসায়ীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কোরবানির ঈদ পর্যন্ত নিত্যপণ্যের ওপর ডিউটি কমানোসহ কাস্টমসের সহযোগিতা চান তিনি। গতকাল রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মো. আমিন হেলালী নিয়ম মেনে ব্যবসা বাণিজ্য পরিচালনা এবং নৈতিকভাবে ব্যবসা কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. বশির উদ্দিনের সভাপতিত্বে সভায় এফবিসিসিআইর পরিচালক, বাজার মনিটরিং কমিটির সদস্য, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর