সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সুস্থ হয়ে দেশে ফিরছেন ভুটানি রোগী

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে আজ নিজ দেশ ভুটানে ফিরে যাচ্ছেন মেডিকেল ভিসায় বাংলাদেশে আসা প্রথম রোগী কারমা দেমা। গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সোমবার সকাল ৯টায় ড্রুুক রয়্যাল ভুটান এয়ারলাইনসের ফ্লাইটে ভুটানের তরুণী কারমা দেমা ও তার ভাই দেশে ফিরে যাবেন। সফল অপারেশন শেষে কামরা দেমাকে অবজারভেশনে রাখা হয়েছিল। সে সুস্থ হয়ে ওঠায় আজ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটা দেশের স্বাস্থ্য খাতের ইতিহাসে বড় সাফল্য।’ ভুটানের ২৩ বছর বয়সী কলেজপড়ুয়া শিক্ষার্থী কারমা দেমা। কয়েক বছর আগে নাকের গহ্বরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসায় ক্যান্সারমুক্ত হলেও রেডিওথেরাপিজনিত জটিলতায় নাক নষ্ট হয়ে যায় তার। পরে সেখানে দুই দফা অপারেশন করেও নাক পুনর্গঠনে ব্যর্থ হন চিকিৎসকরা। গত ৯ জানুয়ারি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে সার্জনদের তিনটি টিম যৌথভাবে প্রায় ৯ ঘণ্টা ধরে নাক রিকনস্ট্রাকশন সার্জারি করে কারমা দেমার। পুরো সার্জারির তত্ত্বাবধানে ছিলেন বার্ন ইনস্টিটিউটের তৎকালীন প্রধান সমন্বয়ক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সর্বশেষ খবর