শিরোনাম
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ওয়াসার পানিতে দুর্গন্ধ স্যুয়ারেজের ময়লা

ওয়াসার পানিতে দুর্গন্ধ স্যুয়ারেজের ময়লা

ওয়াসার পানি সরবরাহ লাইনে স্যুয়ারেজের ময়লা। দুর্গন্ধ ও ময়লা পানির কারণে অসুন্থ হয়ে পড়েছেন রাজধানীর শেরে বাংলা নগরের পশ্চিম কাফরুল ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পানি এতটাই ব্যবহারের অনুপযোগী যে, পান করা তো দূরের কথা ওযু কিংবা গোসলও করা যাচ্ছে না। ভোক্তভোগীরা নিরুপায় হয়ে অন্য এলাকা থেকে পানি সংগ্রহ করছেন। ১৫ দিন ধরে চলা এ সমস্যার কোন সমাধান হচ্ছে না। গতকাল পশ্চিম কাফরুলের তালতলা থেকে ছবি।

 

সর্বশেষ খবর