শিরোনাম
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দেড় শ টাকার জন্য প্রাণ গেল সবজি বিক্রেতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের হারাগাছ থানার বকুলতলায় মাত্র দেড় শ টাকার জন্য প্রাণ গেল সবজি বিক্রেতার। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সবজি বিক্রেতা সোলায়মান মিয়া (৬০) একই এলাকার শহিদুল ইসলাম (৩৮)-এর কাছ থেকে ১৫০ টাকা ধার নিয়েছিলেন। পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোলায়মান মিয়ার বুকে  এবং দেহের বিভিন্ন স্থানে ঘুষি মারতে থাকেন শহিদুল। এতে ঘটনাস্থলেই সোলায়মান মিয়া মারা যান।

হারাগাছ থানার ওসি হারেসুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকার বিবাদে শহিদুলের আঘাতে সোলায়মান মিয়া মারা গেছেন। হত্যাকারীকে খোঁজা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

 

সর্বশেষ খবর