বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ১০ লেন

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত হবে। এতে ১২ লেনের সুবিধা পাওয়া যাবে। মহাসড়কের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লায় ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি এবং মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এসব কথা বলেন। ঈদ যাত্রা যানজট মুক্ত, নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান সচিব। তিনি জানান, ৪ এপ্রিল থেকে ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত মহাসড়কে সব প্রকার নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ থাকবে। খাদ্য ও ওষুধবাহী ট্রাক ছাড়া পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে। প্রশাসন, পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারাসহ মহাসড়ক সচল রাখতে কাজ করবে।

সর্বশেষ খবর