বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঈদের আগে বেড়েছে রপ্তানি আয়

প্রবৃদ্ধি ৯ দশমিক ৮৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগে রপ্তানি আয় বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে ৫১০ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় এসেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৯ দশমিক ৮৮ শতাংশ বেশি। গত বছর মার্চে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪৬৪ কোটি মার্কিন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও এ এইচ এম আহসান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা তিন মাস ধরে রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, আলোচ্য সময়ে প্রতি মাসে ৫ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় এসেছে। রপ্তানির এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে, পাশাপাশি ডলার সংকটও কেটে যাবে।

টানা তিন মাস ধরে রপ্তানি আয় বাড়ছে : চলতি বছরের জানুয়ারিতে ৫৭২ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় অর্জিত হয়েছিল। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি ছিল। ফেব্রুয়ারিতে ৫১৮ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় আসে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি ছিল। সবশেষ মার্চেও রপ্তানি আয় বেড়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৯ কোটি মার্কিন ডলার বেশি।

পূরণ হচ্ছে না টার্গেট : চলতি অর্থবছরে ৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে জুলাই-মার্চ প্রান্তিকে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৬২৬ কোটি ডলার। আলোচ্য সময়ে প্রকৃত রপ্তানি আয়ের পরিমাণ হচ্ছে ৪ হাজার ১৭২ কোটি মার্কিন ডলার। দেখা যাচ্ছে, সরকারের লক্ষ্যের তুলনায় প্রায় ৪৫৪ কোটি মার্কিন ডলার বা ৫ দশমিক ৮৬ শতাংশ কম রপ্তানি আয় অর্জিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মাসভিত্তিক হিসেবে রপ্তানি আয় বাড়লেও কৌশলগত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। ইউরোপ-আমেরিকায় চাহিদা কমায় রপ্তানির পরিমাণ কমছে। তবে জাপান কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে রপ্তানি বাড়ছে যা ইতিবাচক।

 

 

সর্বশেষ খবর