শিরোনাম
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হকারদের জন্য বসুন্ধরার ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক

হকারদের জন্য বসুন্ধরার ঈদ উপহার

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে সংবাদপত্র হকারদের হাতে ঈদ উপহারসামগ্রী তুলে দিচ্ছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন -বাংলাদেশ প্রতিদিন

প্রতি বছরের মতো এবারও তৃণমূল পর্যায়ের সংবাদপত্র হকারদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে হকারদের হাতে উপহারের পোশাক তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন এবং ডেইলি সানের প্রধান সম্পাদক এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

হকারদের মধ্যে ঈদ উপহার বিতরণ নিয়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ‘হকাররা রোদবৃষ্টি মাথায় নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র পৌঁছে দেয়। প্রতি বছর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই হকারদের জন্য ঈদ উপহার থাকে। এ উদ্যোগ আগেও ছিল, আগামীতেও থাকবে। আজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি সংবাদপত্র শক্তিশালী অবস্থান সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে হকারদের অবদানও অনেক। হকারদের সঙ্গে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।’ ইমদাদুল হক মিলন বলেন, ‘যে মানুষগুলো আমাদের পত্রিকাগুলো পাঠকের ঘরে ঘরে পৌঁছে দেন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং এমডি সাহেব সব সময় সেই মানুষগুলোর পাশে দাঁড়ান। প্রতিটি দুর্যোগের সময়ও তাদের সাহায্য-সহযোগিতা করেছেন। কখনো খাদ্য, কখনো বা অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। আজ আমরা ঈদ উপহার হিসেবে পোশাক দিয়েছি। আশা করি সব সময়ই আমরা তাদের পাশে থাকব, তারাও আমাদের পাশে থাকবেন।’ এ সময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির নেতারা উপস্থিত থেকে উপহারসামগ্রী বুঝে নেন। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ থেকে প্রতি ঈদে আমরা উপহার পাই। করোনার সময়ও বসুন্ধরা গ্রুপ হকারদের পাশে দাঁড়িয়েছিল। নিয়মিত খাদ্যসহায়তা দিয়েছিল। না হলে অনেক হকার পেশা ছেড়ে দিতে বাধ্য হতো। এজন্য বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের প্রতি আমরা কৃতজ্ঞ।’ সংগঠনের সহসভাপতি এ বি এম বেলাল হোসেন বলেন, ‘হকারদের জন্য বসুন্ধরার এ আয়োজন নিয়মিত। হকারদের আয় খুব কম। অনেকেই ঈদে নতুন কাপড়চোপড় কিনতে পারে না। বসুন্ধরার এ ধরনের উদ্যোগ সত্যিই আনন্দ জোগায়।’ সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সিটি সুপারভাইজার রুস্তম আলী বলেন, ‘তৃণমূল হকারদের আমরা প্রতি বছর এ উপহার দিই। আর আমাদের সহায়তা করে বসুন্ধরা গ্রুপ। এজন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ। আশা করি বসুন্ধরা গ্রুপ এভাবেই সব সময় হকারদের পাশে দাঁড়াবে।’ এ সময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির পরিচালক সিরাজুল হক, মো. দেলোয়ার হোসেন, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির পরিচালক আলী হোসেন, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতির সিটি সুপারভাইজার আবদুর রহিম বুলু, সুপারভাইজার মো. আরিফ, মো. নুরু মোল্লা. মো. হোসেন মোল্লা, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির সভাপতি আকতার হোসেন রিন্টু, সেক্রেটারি আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর