শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
কক্সবাজার

ফরেস্টার হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন অঞ্চলের আওতাধীন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজল হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বন অঞ্চল। গতকাল চট্টগ্রাম নগরীর নন্দন কানন চট্টগ্রাম বন অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সজল হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ ১১ দফা দাবি উপস্থাপন করা হয়।

বক্তব্য রাখেন বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) সদস্য সচিব খান জুলফিকার আলী, চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এস এম কায়চার, উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজল তালুকদার, ফরেস্ট গার্ড কল্যাণ সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি মোস্তফা জামাল, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। তাছাড়া, চট্টগ্রাম বন অঞ্চলের সব বন বিভাগের ফরেস্ট রেঞ্জার, ফরেস্টার, ডিপুটি ফরেস্টার, ফরেস্ট গার্ডসহ বিভিন্ন বন এলাকার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।  

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ বলেন, ফরেস্টার সজল বন বিভাগের একজন সৎ, দক্ষ, সুশিক্ষিত চৌকস কর্মকর্তা ছিলেন। বনের সম্পদ রক্ষা করতে গিয়ে বন দস্যুদের নির্মমতার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। ডাম্পার চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রতিবাদ জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। এ ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয় কতটা নিরাপত্তাহীনতার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পাহাড়ে বন ও বনজসম্পদ রক্ষায় দায়িত্ব পালন করছেন বন কর্মকর্তারা।

সর্বশেষ খবর