শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
রংপুর

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সিটি করপোরেশনের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সীমানা দিয়ে প্রবাহিত ঘাঘট নদ থেকে ছাবেরুল ইসলাম গংয়ের অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ফসলি জমি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুচ্ছগ্রাম হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। গতকাল দুপুরে রংপুর সিটি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় প্রভাবশালী ছাবেরুল ইসলাম গং দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে।

বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী, ওয়ার্ড কাউন্সিলর একাধিকবার ছাবেরুল ইসলামকে অনুরোধ করেন। অনুরোধ উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রাখায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন করে। বালু উত্তোলন বন্ধে উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর নামে ২২ মার্চ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মিথ্যা মামলা হয়। পরে এ বিষয়ে এলাকাবাসীকে জীবননাশের হুমকি প্রদান করা হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্ত ও সাধারণ কৃষকের জমি রক্ষায় প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীর আলম। মাসুদ রানা, শফিউল হক, মোজাফফর হোসেন, আজগর আলী, সেকেন্দার আলী, জমসের হোসেন, মেরাজ বাবু উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর