শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জসিম ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ঋণ খেলাপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পদ্মা ব্যাংকের ৬০ কোটি টাকা ঋণ খেলাপের অভিযোগে জসিম উদ্দিন আহমেদ নামে বিতর্কিত এক ব্যবসায়ী ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। জসিম উদ্দিন চট্টগ্রামভিত্তিক জেসিকা ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। জানা যায়, জসিম উদ্দিন আহমেদের কাছে ৫৯ কোটি ৩৯ লাখ ৫ হাজার ২১০ টাকা খেলাপি ঋণ রয়েছে পদ্মা ব্যাংকের। ঋণ আদায়ে ব্যর্থ হয়ে ব্যাংক তার বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে। দেশত্যাগের শঙ্কা থেকে নিষেধজ্ঞা চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধজ্ঞা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের ছত্রছায়ায় ফুলে ফেঁপে অবৈধ টাকার মালিক হয়েছেন জসিম উদ্দিন আহমেদ। তার বিনিয়োগ রয়েছে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে। কক্সবাজারের হোটেল রামাদানের চেয়ারম্যান রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং এমডি জসিম উদ্দিন আহমেদ। সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে পুলিশের আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, আইজিপি থাকাকালে বেনজীর আহমেদের ক্ষমতা ব্যবহার করে অবৈধ কাজ বৈধ করেছেন। চট্টগ্রাম অঞ্চলে বেনজীরের থাকা সম্পদের দেখাশোনা করেন জসিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর