শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
রাসিক নগর উন্নয়ন প্রকল্প

ভাঙা পড়ছে রাবির প্রধান ফটক

রাবি প্রতিনিধি

ভাঙা পড়ছে রাবির প্রধান ফটক

রাজশাহী সিটি করপোরেশনের নগর উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-ঘেঁষা মহাসড়ক সংস্কার চলছে। সৌন্দর্যবর্ধনে সড়কে ডিভাইডার ও উভয় পাশে সবুজায়নের জন্য সরিয়ে ফেলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাচীর। এতে ভাঙা পড়বে প্রধান ফটক। তবে সৌন্দর্যবর্ধনের নামে বিশ্ববিদ্যালয়ের জায়গা সিটি করপোরেশন নিয়ে নিচ্ছে কি না প্রশ্ন উঠেছে।

সৌন্দর্যবর্ধনে সড়কে সবুজায়নের জন্য সরিয়ে ফেলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাচীর। ভাঙা পড়বে প্রধান ফটক। তবে সৌন্দর্যবর্ধনের নামে বিশ্ববিদ্যালয়ের জায়গা সিটি করপোরেশন নিয়ে নিচ্ছে কি না প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘রাস্তা প্রশস্ত করতে জায়গা চেয়েছিল সিটি করপোরেশন। সেই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা জানিয়েছিলাম কিন্তু তার অনুমোদন এখনো পাইনি। ফলে জায়গা দেওয়া হয়নি। তবে সংস্কারের সময় বিশ্ববিদ্যালয় প্রাচীরের কিছু অংশ ভেঙে যাওয়ায় তারা এখন সেটা ঠিক করে দিচ্ছে। তা ছাড়া সৌন্দর্যবর্ধনের জন্য প্রাচীর প্রায় ১২ ফুট (স্থানভেদে কমবেশি আছে) পিছিয়ে পাদদেশ ঘেঁষে সবুজায়ন করা হবে। সেটার অর্থায়ন করপোরেশন করবে কিন্তু জায়গা বিশ্ববিদ্যালয়েরই থাকবে। সিন্ডিকেটে এটার অনুমোদন হয়েছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নগরীর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ছয় লেন সড়কের নির্মাণকাজ চলছে। সড়কের সৌন্দর্যবর্ধনে ডিভাইডার ও উভয় পাশে বৃক্ষ রোপণ করা হবে। এ রাস্তার প্রশস্তকরণে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কিছু জমি চায় সিটি করপোরেশন। কিন্তু মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় ওই সময় জমি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে ছয় লেনের স্থলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন স্থানে চার লেনে হয়েছে সড়কটি। প্রকল্পের আওতায় রাস্তা ঘেঁষে সবুজায়ন করতে বিশ্ববিদ্যালয়ের কাছে জায়গা চায় সিটি করপোরেশন। ফলে মন্ত্রণালয়ে ফের চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয়। কিন্তু মন্ত্রণালয়ের জবাব আসতে বিলম্ব হলে সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে জায়গা বিশ্ববিদ্যালয়ের রেখে করপোরেশনের অর্থায়নে প্রচীর নির্মাণ ও পাদদেশে সবুজায়ন করার সিদ্ধান্ত হয়। ফলে স্থানভেদে ১০-১৫ ফুট জায়গা পেছনে সরে প্রাচীর নির্মাণের কাজ চলছে। এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, ‘মহাসড়ক ঘেঁষে বিশ্ববিদ্যালয় প্রাচীরের পাদদেশ দিয়ে সবুজায়ন করতে ১৫ ফুট জায়গা বিশ্ববিদ্যালয় দিয়েছে। কিন্তু জায়গার মালিকানা বিশ্ববিদ্যালয়ের থাকবে, অর্থায়ন করবে সিটি করপোরেশন। এ ক্ষেত্রে প্রাচীরসহ অন্য যেটাই ভাঙা হবে সেটার অর্থায়ন করপোরেশন করবে।’ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘মহাসড়ক ঘেঁষে বিশ্ববিদ্যালয়ের প্রাচীর স্থানভেদে প্রায় ১২ ফুট পর্যন্ত পেছনে সরে পুনর্নির্মাণ ও পাদদেশে সবুজায়ন করা হবে। জায়গা বিশ্ববিদ্যালয়েরই থাকবে কিন্তু প্রাচীর নির্মাণের অর্থায়ন সিটি করপোরেশন করবে। এতে প্রধান ফটক ভাঙা পড়বে কিন্তু সেটার নকশা ও অর্থায়নের সিদ্ধান্ত পরে হবে। তা ছাড়া বিনোদপুর ও কাজলা বাজার সংলগ্ন প্রাচীর-ঘেঁষা দোকানগুলো সরবে কি না পরে সিদ্ধান্ত হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর