শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শেষ মুহূর্তে জমজমাট ঈদবাজার

রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

শেষ হতে চলেছে রমজান মাস। রংপুরে ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ক্রেতার ভিড় বাড়ছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সাধ্যমতো নতুন পোশাক, জুতা-স্যান্ডেল, প্রসাধনি কেনাকাটা করছে। ফলে জমে উঠেছে ঈদবাজার। বড় বড় বিপণিবিতান, শোরুমের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোয়ও কেনাকাটায় ভিড় দেখা গছে। ফুটপাতের দোকানে সাধারণত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ভিড়ই বেশি। শহরের সালেক মার্কেট, স্টেশন মার্কেট, জামাল মার্কেট, হনুমানতলা মার্কেটে মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি। জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, গোল্ডেন টাওয়ার বিপণিবিতান, রজনীগন্ধা, শাহ আমানত, কারুপণ্য, সিটি প্লাজা, মতি প্লাজাসহ বড় বিপণিবিতানে উচ্চ আয়ের মানুষ কেনাকাটার জন্য ভিড় করছে। এ ছাড়া নগরীর মেগা মলগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকছে। বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর