শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
চুয়াডাঙ্গা

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সোনিয়ার ভর্তি নিয়ে অনিশ্চয়তা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সোনিয়ার ভর্তি নিয়ে অনিশ্চয়তা

দারিদ্র্য হার মানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশসেরা পাঁচ বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে জয়ী হয়েছেন সোনিয়া আফরিন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার পল্লী কুশোডাঙ্গা গ্রামের দিনমজুর সানোয়ার হোসেনের মেয়ে। দরিদ্র বাবার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ের ভর্তির খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। এজন্য সেখানে তার ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, অদম্য মেধাবী সোনিয়া আফরিন ২০২১ সালে ডিঙ্গদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ থেকে এসএসসিতে মানবিক বিভাগে জিপিএ-৫ এবং ২০২৩ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ৩৬৬, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৪১১ ও সি ইউনিটে ৪৩৫, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ৭৭৩, বি ইউনিটে ৬২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ৮৯তম স্থান অধিকার করেছেন।

এ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) সমাজবিজ্ঞান ও আইন বিভাগে ভর্তিরও সুযোগ পেয়েছেন। কিন্তু পরিবার টাকা জোগাড় করতে না পারায় ভর্তি হতে পারছেন না সোনিয়া। সোনিয়ার বাবা পেশায় দিনমজুর। অন্যের জমিতে কাজ করে যা আয় করেন তা দিয়েই কোনোরকমে চলে ছয় সদস্যের পরিবার। তাদের ৩ শতক ভিটেবাড়ি ছাড়া আর কিছুই নেই।

সোনিয়ার মা শাহনাজ পারভীন বলেন, ‘আমার বড় ছেলে আবদুল্লাহও লেখাপড়ায় বেশ ভালো ছিল। কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করে অর্থাভাবে আর লেখাপড়া করতে পারেনি। এখন বাবার সঙ্গে দিনমজুরি করছে।’

সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বলেন, ‘অদম্য মেধাবী সোনিয়া আফরিন দেশসেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। সামনে তার অর্থনৈতিক সীমাবদ্ধতার চ্যালেঞ্জ। তবে সমাজের বিত্তবানেরা তার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস।’

সর্বশেষ খবর