শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করেছে আল কুদস কমিটি বাংলাদেশ নামে একটি সংগঠন। গতকাল ‘বিশ্ব মুসলিম ঐক্য ধরো, ফিলিস্তিন স্বাধীন করো’ এমন স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ দিন ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে জুমা নামাজ শেষে জড়ো হন আল কুদস কমিটি বাংলাদেশের নেতা-কর্মীরা।

মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা সাধারণ মুসল্লিরাও এতে যোগ দেন। এ সময় মুসল্লিদের হাতে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের দাবি সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার ছিল। এ সময় গোটা দুনিয়ার মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আল কুদস কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মোস্তফা তারেকুল হাসান বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর