শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জাতীয়করণ ও ঈদ বোনাস দাবি প্রাথমিক বিদ্যালয়ের দফতরিদের

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম-প্রহরীরা চাকরি জাতীয়করণ এবং ঈদ বোনাস পুনর্বহালসহ ৪ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১০ দিন ধরে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। রমজানেও তাদের আন্দোলন থেমে নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় দফতরি কাম প্রহরী সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছেন। অবস্থান কর্মসূচিতে গতকাল সংগঠনের আহ্বায়ক মামুন সরদার, সদস্য সচিব আবদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও শামীম রেজা প্রমুখ বক্তব্য দেন।

তারা বলেন, এর আগে উৎসব ভাতা পেলেও ২০২১ সালের পর থেকে এটি দেওয়া হচ্ছে না।

তাদের দাবির মধ্যে রয়েছে- দফতরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণ; উৎসব ভাতা বৈশাখী ভাতা ও শিক্ষা ভাতা প্রদান; সরকার ঘোষিত ৫ শতাংশ প্রণোদনা দেওয়া এবং সার্বক্ষণিক ডিউটি থেকে মুক্তি দেওয়া।

সংগঠনের আহ্বায়ক মামুন সরদার বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।

সর্বশেষ খবর