শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
বাজার দর

ঈদের আগেই চড়া সব ধরনের মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক

ঈদকে ঘিরে মাছ-মাংসসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার এখন চড়া। ঈদের আগেই বেড়েছে সব ধরনের মাংসের দাম। গত সপ্তাহের তুলনায় গরুর মাংসের দাম বেড়েছে প্রতি কেজিতে প্রায় ৫০ টাকা। আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রায় ৪০ টাকা। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের মাংসের দাম বাড়তি। রোজা শুরুর আগে রাজধানীর বিভিন্ন স্থানে গরুর মাংস ৬০০-৬৫০ টাকায় বিক্রি হলেও রমজান মাস উপলক্ষে দাম বেড়ে দাঁড়ায় ৭৫০ টাকা কেজি। আর ঈদকে সামনে রেখে বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি। এ ছাড়া খাসির মাংসও প্রতি কেজি ১১০০ টাকা থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ব্রয়লার মুরগি রাজধানীতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। যা কিছুদিন আগেও ১৯০-২০০ টাকার মধ্যে ছিল। সোনালি মুরগির দামও বেড়ে প্রতি কেজি এখন ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কক মুরগি প্রতি কেজি ৩৬০ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি ৩০০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

জানা গেছে, গত বছরের শেষ দিকে হঠাৎ ব্যবসায়ী ও খামারিরা দামে ছাড় দিয়ে ঢাকার বাজারে মাংস বিক্রির সিদ্ধান্ত নেন। তখন গরুর মাংসের দাম নির্ধারণ করা হয় প্রতি কেজি ৬৫০ টাকা। তবে সে দামে কিছুদিন বিক্রি হলেও এরপর বাজারে গরুর মাংসের দাম আবার বাড়তে থাকে। পবিত্র শবে বরাতের সময় গরুর মাংসের দাম উঠে প্রতি কেজি ৮০০ টাকা। এরপর কিছুদিন আবারও ৭৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে আবার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, রোজা ঘিরে কয়েক দিন আগ থেকেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। এখন সেটা অসহনীয় পর্যায়ে আছে। বাজারে লেগেছে ঈদের হাওয়া। যে যার খুশিমতো দাম বাড়াচ্ছে। বাজারে যা-ই ধরা হয়, সবকিছুর দামই বেশি। চার-পাঁচ দিন আগেও মুরগি ছিল কেজি ২০০ টাকা কিন্তু এখন দাম বেড়ে ২৪০ টাকা।

সবজির বাজারে দেখা যায়, ভালো মানের আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, গোল বেগুন ৬০-৭০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা পিস, একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। শিম ৬০-৭০ টাকা, টমাটো ৫০-৬০ টাকা, করল্লা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৭০-৮০ টাকা, মান ও সাইজভেদে লাউ ৬০-৯০ টাকা, শসা ৭০-৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এ ছাড়া শাকের মধ্যে পাট শাক আঁটি ১৫-২০ টাকা, ডাটা শাক ১৫ টাকা, পালং ১৫-২০ টাকা, লাউ শাক ৩০-৪০ টাকা, লাল শাক ১৫ টাকা আঁটি বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর