শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় হুমকি কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চাঁদা না পেয়ে এক বাড়ির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব ১০। বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো- আল আমিন (১৯), মো. মুজাহিদ হোসেন ওরফে রনি (১৮), আবদুর রহমান (২৩), মেহেদী হাসান ওরফে হৃদয় (১৮), আহাদুর রহমান ওরফে জয় (১৮) ও তানজিন হোসেন (১৮)। র‌্যাব জানায়, ২ নভেম্বর পূর্ব জুরাইন এলাকায় বাড়ির মালিক সাজেদা বেগমের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্যাংয়ের সদস্যরা তার প্রাণনাশের হুমকি দেয়। এরপর বাসার আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ভাঙচুর করে চলে যায়। ৪ এপ্রিল ফের ওই বাড়িতে গিয়ে একই কায়দায় চাঁদা দাবি করে কিশোর গ্যাং। এরপর থেকে সাজেদাসহ ভাড়াটিয়ারা বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেন।

র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দীন বলেন, ঘটনায় র‌্যাব ১০ এ অভিযোগ দেন ভুক্তভোগী বাড়ির মালিক সাজেদা বেগম। অভিযোগের পর র‌্যাব-১০-এর একটি দল কিশোর গ্যাংয়ের সদস্যদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপর বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর