রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পবিত্র শবেকদর পালিত

নিজস্ব প্রতিবেদক

মহান আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফের আকুতি জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গতকাল দেশব্যাপী পালিত হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম রাত পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে তারাবির নামাজে পবিত্র কোরআনের ত্রিশপাড়ার পাঠ সম্পন্ন করা হয়। তারাবি শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দেশ-জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মজলুম ফিলিস্তিনি জাতিকে রক্ষা এবং বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার আরজি জানিয়ে আখেরি মোনাজাত করা হয়। আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর নিয়ে পবিত্র কোরআনে ‘আল কদর’ নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন। এ সুরায় কদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে। আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এ রাত তালাশ করতে উম্মতে মুহাম্মদিকে নির্দেশনা দিয়েছেন। তবে বিশ্বের অধিকাংশ ওলামায়ে কেরাম ২৬ রমজানের দিবাগত ২৭-এর রাতকেই লাইলাতুল কদর হিসেবে পালন করে থাকেন। পবিত্র কোরআন নাজিলের মহিমান্বিত ২৭ রমজানের রাত মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মর্যাদা ও বরকতময় একটি রাত। গতকাল রাতে তারাবি নামাজে মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। অনেক স্থানে মসজিদের বাইরে রাস্তায়ও নামাজ পড়তে দেখা গেছে। মসজিদ ছাড়াও ঘরে ঘরে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে মহান আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফের জন্য প্রার্থনা করে বরকতময় রাতটি অতিবাহিত করেন নারী-পুরুষ নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানরা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর