রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আনফিট গাড়ি নামলেই তাৎক্ষণিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় এবার আনফিট গাড়ি নামলেই তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। গতকাল গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি এসব কথা বলেন। বিআরটিএ চেয়ারম্যান বলেন, প্রতি বছরই অভিযোগ থাকে ঈদের সময় কিছু আনফিট গাড়ি সড়কে নামানো হয়। এবার কোনোভাবেই যাতে আনফিট গাড়ি রাস্তায় নামতে না পারে, এজন্য বিআরটিসির ৫৫০টি বাস রিজার্ভেশনে রেখেছি। এ ছাড়াও গার্মেন্ট মালিকদের রিকুইজিশন দিতে বলেছি, যাতে বিআরটিসির বাস নিতে পারে। আনফিট গাড়ি রাস্তায় নামার সুযোগ নেই।            

 

সর্বশেষ খবর