সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গণতন্ত্রকামী তরুণ-যুবকদের হত্যা করেছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রকামী তরুণ-যুবকদের হত্যা করেছে সরকার : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য, ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখলে রেখেছে। তারা গণতন্ত্র ধ্বংস করেছে। ইতোমধ্যে সংবিধান সংশোধন করে একদলীয় শাসন কায়েম করেছে। ১৫ বছরে গণতন্ত্রকামী অনেক তরুণ-যুবককে তারা হত্যা করেছে। গতকাল রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব আয়োজিত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা, কারা নির্যাতিত নেতা-কর্মীদের জন্য দোয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অত্যাচার-নির্মমতা চরম পর্যায়ে পৌঁছেছে। পুলিশ অনেকের বাড়িতে তল্লাশি করেছে। কাউকে না পেয়ে অনেকের স্ত্রী, বোন, মা কিংবা সন্তানকে তুলে নিয়ে গেছে। অনেককে সাজা দিয়ে সর্বস্বান্ত করেছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান প্রমুখ। ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী আ ন হ আকতার হোসেন, অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, সহসভাপতি প্রকৌশলী মোস্তাফা জামান সেলিম, অ্যাবের নেতা প্রকৌশলী মাহবুব আলম, শহীদ নুরে আলম ভূঁইয়া তানুর স্ত্রী কানিজ ফাতিমা আঁখি প্রমুখ। অনুষ্ঠানে আহত নেতৃবৃন্দ, মারা যাওয়া ও নিখোঁজ হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্য মোট ৪০ জনকে সহায়তা দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, সীমান্ত অরক্ষিত। বান্দরবানে অস্ত্র ও ব্যাংক লুট হয়েছে। কিন্তু সরকার স্পষ্ট করে বলতে পারছে না কারা এর সঙ্গে জড়িত। যখন কোনো দোষ চাপাতে হয় তখন জঙ্গি খুঁজে বের করা হয়। এতে প্রমাণিত হয়েছে যে, দেশের নিরাপত্তাব্যবস্থা কতটা ভঙ্গুর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর