মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দিনাজপুরে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার

দিনাজপুর প্রতিনিধি

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, দিনাজপুরে ভারতীয় ভিসা সেন্টার ও ইমিগ্রেশন চালুর সম্ভাবনা রয়েছে। ভারত বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের। বন্ধুত্বের অটুট সম্পর্কে সবসময় একে অন্যের পাশে থেকেছে উল্লেখ করে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, অর্থনৈতিকভাবে এ অঞ্চলে বিরল স্থলবন্দর গুরুত্ব বহন করে। এখন রেলওয়ের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু আছে। সহকারী হাইকমিশনার বলেন, এই স্থলবন্দরটি অর্থনৈতিক গুরুত্ব বহন করে। বিরল-রাধিকাপুর স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচলেও ব্যাপক সম্ভাবনা ও দিনাজপুরে ভারতীয় ভিসা সেন্টার চালুর সম্ভাবনা রয়েছে। এখন উন্নয়নকাজ চলমান রয়েছে। বিগত ২০১৯ সালের করোনার সময় থেকে এই ইমিগ্রেশনটি বন্ধ আছে। অচিরেই দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার এবং বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চালুর ব্যাপারে কাজ চলছে। গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলার পাকুড়া ও ভারতের রায়গঞ্জ জেলার রাধিকাপুর অংশে বিরল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথাগুলো বলেন। এর আগে বিরল স্থলবন্দর ও রেলওয়ে লাইন পরিদর্শন করেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ ছাড়াও রবিবার মালদাহপট্টির দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনের হলরুমে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় অনুষ্ঠানে চেম্বারের পক্ষ থেকে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বে চেম্বারের পরিচালকবৃন্দ। পরে বিরল স্থলবন্দরসহ চেম্বারের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথির সঙ্গে চেম্বারের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। বিরল স্থলবন্দর ও রেলওয়ে লাইন পরিদর্শনের সময় বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক মনোজ দাস, আজিজুল ইকবাল চৌধুরী, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর