মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক

মেডিকেল শিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করেছে সরকার। কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সোহরাব আলীকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ২০২১ সালের ১৯ ডিসেম্বর অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। গত বছরের ১৪ জুন ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল, ২০২৩’ সংসদে তোলা হয়। পরে তা আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া সাপেক্ষে ১৮ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়। তবে দীর্ঘদিনেও কাউন্সিল গঠন করা হচ্ছিল না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩ এর আওতায় গঠিত এ কাউন্সিলের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদকে। নবগঠিত কাউন্সিলে বিভিন্ন ক্যাটাগরিতে পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয়জন। তারা হলেন- অধ্যাপক ডা. এম খলিলুর রহমান, অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, হালিমা আকতার, ডা. উম্মে আজিজ নাসিমা, ডা. সুফিয়া বেগম এবং ডা. স্বপন কুমার দত্ত।

সর্বশেষ খবর