মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
খুলনা

ডুবে যাওয়া কার্গো থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা নদীতে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে যাওয়া কার্গো টিএলএন-১ থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবে যাওয়া কার্গোর ভিতর থেকে বাবুর্চি আবুল কালামের লাশ উদ্ধার করে। এর আগে ৯ এপ্রিল কার্গোর গ্রিজার শাখায়েত মুন্সির লাশ উদ্ধার করা হয়। ৭ এপ্রিল দুপুরে রূপসা নদীতে রেলসেতুর ৭৩ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে টিএসপি সার-বোঝাই কার্গোটি ডুবে যায়। এতে কার্গোর দুই কর্মচারী নিখোঁজ হন। কার্গো চালক (মাস্টার) মো. শহীদুল্লাহ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটির রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

 

সর্বশেষ খবর