মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঈদ ও নববর্ষের আমেজে সচিবালয় উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের টানা পাঁচ দিনের ছুটির পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম কার্যদিবসে দেখা গেছে ঈদ ও নববর্ষের আমেজ। টানা পাঁচ দিনের ছুটি শেষে গতকাল সরকারি অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম, সেই সঙ্গে শুরু হয়নি কর্মব্যস্ততাও। প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় করে একে অন্যের খোঁজখবর নিয়েছেন সহকর্মীরা। সচিবালয় ঘুরে দেখা গেছে, কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেন। মন্ত্রী-সচিব যাঁরা অফিস করেছেন তাঁরাও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, এখনো অনেক কর্মকর্তার কক্ষ খালি।

যাঁরা এসেছেন তাঁদেরও কাজ একেবারেই কম। সিনিয়র জুনিয়র কর্মকর্তারা কুশল বিনিময়ের মাধ্যমে পার করেছেন দিনটি। একে অন্যের খোঁজও নিয়েছেন। ঈদ কেমন কাটল, গ্রামে সার্বিক পরিস্থিতি নিয়েও জানতে চান কেউ কেউ।

সর্বশেষ খবর