বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দুরবস্থায় মুজিবনগরের ভাস্কর্য

মেহেরপুর প্রতিনিধি

দুরবস্থায় মুজিবনগরের ভাস্কর্য

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগর উপজেলার বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। আর সেই ইতিহাসকে জীবন্ত করতে নির্মাণ করা হয়েছে শত শত ভাস্কর্য ও ম্যুরাল। স্বাধীনতার ৫৩ বছরেও মুজিবনগর তার কাক্সিক্ষত রূপ-মর্যাদা পায়নি। অবহেলিত ও মলিনপ্রায় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ভাস্কর্য। চুরি হয়ে গেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের চশমা। ভাঙাচোরা অবস্থায় রয়েছে জাতীয় চার নেতার চশমা। চুরি হয়ে গেছে মানচিত্রের ৬০টি লাইট। ২৬ বছর আগে ৬০ একর জমির ওপর প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে স্থাপনা, ভাস্কর্য ও ম্যুরাল নির্মাণ করা হয়। ২০০১ সালে শেষ হওয়া এই কাজগুলো আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধন হয়নি। অবহেলা-অযত্ন ও জনবল সংকটে মুক্তিযুদ্ধভিত্তিক এই শত শত ভাস্কর্য ও ম্যুরাল রোদ-বৃষ্টিতে বিবর্ণ হয়ে গেছে। আবার অনেক ভাস্কর্যে দেখা দিয়েছে ফাটল। অযত্ন-অবহেলায় বঙ্গবন্ধুসহ চার নেতার ভাস্কর্যগুলো দেখভাল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও আগত দর্শনার্থীরা।

মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল বলেন, নতুন চশমা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিলেই চশমা লাগানো হবে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, মুজিবনগর ভাস্কর্যে কোনো কিছুর যোজন-বিয়োজন করার ক্ষমতা আমাদের নেই। এজন্য একটি উচ্চপর্যায়ের কমিটি রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করে এটি পরিবর্তন করা হবে। জেলা প্রশাসনের তথ্য মতে, সারা দেশে মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। শুধুমাত্র মেহেরপুরের জন্য বিশেষ প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে পালন করা হবে মুজিবনগর দিবস। আজ ১৭ এপ্রিল ভোরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেলল হক মুজিবনগর স্মৃতিসৌধে রাষ্ট্রের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, অ্যাডভোকেট আফজাল হোসেন এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।  এ ছাড়া সেখানে একাধিক মন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর