বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বরগুনায় লোকালয়ে চিত্রাহরিণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় লোকালয়ে চিত্রাহরিণ

বরগুনার পাথরঘাটায় লোকালয়ে আসা দুটি চিত্রাহরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা নামক এলাকায় জালে প্যাঁচানো অবস্থায় এদের উদ্ধার করা হয়। বন বিভাগের জানপাড়া বিশেষ টহল টিমের ভারপ্রাপ্ত ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, সকালে হঠাৎ দুটি চিত্রাহরিণ খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। মানুষ দেখে হরিণ দুটি ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। একপর্যায়ে বেড়িবাঁধের পাশে থাকা জালে একটি হরিণ জড়িয়ে যায়। কিছুক্ষণ পর অন্য হরিণটিও এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সুন্দরবন একেবারেই কাছাকাছি হওয়ায় হয়তো হরিণ দুটি পানির স্রোতে ভেসে এসে খাবারের সন্ধানে এই এলাকায় ঢুকে পড়ে। হরিণ দুটি দ্রুতই সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে।

 

সর্বশেষ খবর