শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় হাতুড়িপেটা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় এক নববধূকে হাতুড়িপেটা করেছে শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশের সহায়তায় নববধূ মোরশেদা খানমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে।

জানা গেছে, বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে ৯ এপ্রিল তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন স্বামী নিশাত। মোরশেদা বাধ্য হয়ে বুধবার স্বামীর বাড়িতে অবস্থান নেন এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন। স্বামীর বাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। এক পর্যায়ে নববধূকে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। মোরশেদার বড় বোন এ সময় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মোরশেদাকে উদ্ধার করে। মোরশেদা খানম বলেন, নিশাতের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়। ৯ মাস ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। নিয়মিত সে আমাদের বাড়ি যাওয়া-আসা করত। গত ৯ এপ্রিল নিশাতের সম্মতিতে আমাদের বাড়িতে আমরা বিয়ে করি। সে আমার সঙ্গে রাতযাপন করে সকালে পালিয়ে চলে আসে। এক সপ্তাহ পার হলেও আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এজন্য আমি স্বামীর বাড়িতে চলে আসি। কিন্তু আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। এ বিষয়ে নিশাতের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ কথা বলতে রাজি হয়নি। সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর