শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারি গঠন করবে

-সাবের হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ পেতে সরকার ‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারি (বিসিডিপি)’ গঠন করতে যাচ্ছে। তিনি বলেন,  উন্নয়ন সংস্থাগুলো বিচ্ছিন্নভাবে নানা প্রতিষ্ঠানকে জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থ দিয়ে আসছে। এ ক্ষেত্রে কোনো শৃঙ্খলা না থাকায় সে অর্থের সদ্ব্যবহার হচ্ছে না। সরকারের সঙ্গে উন্নয়ন অংশীদারদের সম্পর্ক আরও শক্তিশালী করতে এ প্ল্যাটফরম ভূমিকা রাখবে। রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) বিষয়ে ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এ অংশীদারি সরকারকে বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে জলবায়ু অর্থ সংগ্রহে সহায়তা করতে পারে, যার ফলে সামগ্রিক বৈশ্বিক জলবায়ু অর্থ কাঠামোর উন্নতি ঘটবে। ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের দরকার ৫৩৪ বিলিয়ন ডলার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া।

সর্বশেষ খবর