শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বোতলজাতের বাড়লেও কমেছে খোলা সয়াবিনের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম চার টাকা বাড়ানো হলেও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে খোলা সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা কমানো হয়েছে। এ ছাড়া পাম তেলের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানান। এ সময় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের  নেতারাও উপস্থিত ছিলেন।নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পড়বে ১৬৭ টাকা, যা ১৬৩ টাকায় বিক্রি হচ্ছিল। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ৮১৮ টাকায়। বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৪৯ টাকা থেকে কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পামতেল প্রতি লিটার ১৩৫ টাকা বিক্রি হবে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নতুন দাম কার্যকর হলেও যেসব বোতলের গায়ে আগের মূল্য লেখা রয়েছে- তা আগের দামেই বিক্রি হবে।

সর্বশেষ খবর