শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ব্যাংকিং খাতের লুটপাটে এমপি-মন্ত্রীরা জড়িত : নূর

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ব্যাংকিং খাতে একের পর এক লুটপাটে সরকারের এমপি-মন্ত্রীরা জড়িত। অর্থনৈতিক দুঃশাসনসহ নানা খাতে চলমান নৈরাজ্যের মধ্য দিয়ে একটি দেশ চলতে পারে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধগতি, সড়কে মৃত্যুর মিছিল ও ব্যাংকিং খাতে লুটপাটের চলমান নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। নূর বলেন, সরকার ব্যাঙের ছাতার মতো একের পর এক ব্যাংক অনুমোদন দিয়ে যাচ্ছে। পরিচালনা কমিটিতে একই পরিবারের সদস্যদের রাখা হচ্ছে। জনগণের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করা হচ্ছে। পাচার হওয়া টাকা নিয়ে হাই কোর্টে রিট করার পরও এখনো পর্যন্ত একটিও তদন্ত কমিটি গঠন করা হয়নি। কোর্ট তদন্তের নির্দেশ দেয়নি। উল্টো আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। যারাই বিরোধী দল করছে তাদের নামে শত শত মামলা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে।

আওয়ামী লীগ জনগণের টাকা খরচ করে হাস্যরসের নাটক মঞ্চস্থ করেছে। জাতীয় নির্বাচন শেষে এখন স্থানীয় নির্বাচনে একই নাটক মঞ্চস্থ করছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, দফতর সম্পাদক শাকিলউজ্জামান, উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান, ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর