শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সরকারের প্রত্যেকটা অন্যায়ের রেকর্ড আছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার যতই বিরোধীদের ওপর নিপীড়ন-নির্যাতন করুক, একদিন এর বিচার হবেই। যেসব অন্যায় করা হচ্ছে তার প্রত্যেকটার রেকর্ড আছে। এ সরকারের পতনের সঙ্গে সঙ্গে যারা অন্যায় করেছে, যারা বাসে আগুন দিয়েছে, যারা মানুষকে গুম করেছে, যারা নিপীড়ন-নির্যাতন করেছে, যারা খুন করেছে, কোনোটাই বাদ যাবে না, বিচার হবেই, তাদের শেষ রক্ষা হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, হাবিব-উন-নবী খান সোহেল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাইফুল আলম নিরব, হাবিবুর রশীদ হাবিব, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ বন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে’ অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, ছাত্রদলের সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ বক্তব্য রাখেন। রিজভী বলেন, জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে তা দমন করে।

সেই দমনের প্রক্রিয়া নানারকম- কারাগারে বন্দি করে রাখা, আয়না ঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বেধড়ক মারপিট করা, এসব চলে। সেই বিষয়গুলো এখন দৃশ্যমান।

সর্বশেষ খবর