শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সিন্ডিকেট করে কেউ ধানের দাম কমাতে পারবে না কৃষিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, সিন্ডিকেট করে কেউ যেন ধানের দাম কমিয়ে কৃষকের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে সরকার। মন্ত্রণালয়ে সভা করে সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করে কৃষকের স্বার্থ রক্ষা করা হবে। সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করতে প্রচেষ্টা চালাচ্ছে। তাই এবার পর্যাপ্ত পরিমাণে ধান কাটার মেশিন দেয়া হয়েছে। এতে শ্রমিক সংকট হবে না। গতকাল বেলা ১১টায় সুনামগঞ্জে এ মৌসুমের বোরো ধান কাটার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশ্ববর্তী দেখার হাওরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষি বিভাগ। পরে মন্ত্রী কৃষকদের হাতে ধান কাটার মেশিন কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।

মন্ত্রী আরও বলেন, আমরা বিগত সময়ে দেখেছি, হাওরে অকাল বন্যার কারণে পুরো জেলার বোরো ফসল নষ্ট হয়ে গেছে। বন্যা মোকেবেলা করে আমরা যাতে নির্বিঘ্নে ফসল উৎপাদন চালিয়ে যেতে পারি সে লক্ষ্যে সরকার কাজ করছে। আমি সিলেট অঞ্চলের মানুষ, তাই হাওরের মানুষের দুঃখ বুঝি। তাছাড়া কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের কৃষক বাঁচার জন্য যা যা প্রয়োজন সেটাই সরকার করবে।

উল্লেখ্য, হাওর অধ্যুষিত সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ২০০ মেট্রিক টন। যার বাজারমূল্য হবে ৪ হাজার ১১০ কোটি টাকা।

 

 

সর্বশেষ খবর