রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বাংলা নববর্ষ উপলক্ষে পটুয়াখালীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় জেলা শহরের উত্তর পাশে লাউকাঠি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি। এ নৌকাবাইচ দেখতে লাউকাঠি নদীর দুই পাড়ে হাজার হাজার উৎসুক মানুষ জড়ো হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মাগুরার সোনার তরী, দ্বিতীয় হয়েছে একই এলাকার মায়ের দোয়া এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের শীতলা তরী। এ নৌকাবাইচে মোট চারটি দল অংশগ্রহণ করেছে।

পরে লাউকাঠি নদীর তীরে শহরের ডিসি লঞ্চঘাটে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যন এ বি এম রুহুল আমিন হাওলাদার, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর প্রমুখ।

সর্বশেষ খবর