রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম কমেছে। এবার ভরিপ্রতি দাম কমেছে ৫৬০ টাকা থেকে ৮৪০ টাকা পর্যন্ত। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দামে গতকাল থেকেই বিক্রি হচ্ছে অলংকার তৈরির এ ধাতু। বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। দাম কমেছে ৮৪০ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ৮০৫ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরিতে ৬৮৮ টাকা কমে দাম হয়েছে ৯৭ হাজার ১৯৬ টাকা।

সর্বশেষ খবর