রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে একটি নির্মাণাধীন ভবনের ১০ তলার ছাদ থেকে নিচে পড়ে রফিকুল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টায় হাজারীবাগ বায়তাল মহারম মসজিদের পাশে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

রফিকের সহকর্মী শাহিন জানান, রফিকের বাড়ি ভোলার তজুমুদ্দিন উপজেলায়। রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় থাকতেন তিনি। হাজারীবাগের ওই ভবনে রড মিস্ত্রির কাজ করতেন। গতকাল সকালে ওই ১০ তলা ভবনের ছাদে সেন্টারিংয়ের টিনের শিট খুলছিলেন রফিক। এ সময় অসাবধানতাবসত ১০ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর