সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
১৮ বছর পর

স্বাচিপ চট্টগ্রামের সম্মেলন আজ

► তৈরি হয়নি নতুন নেতৃত্ব বঞ্চিত অনেক নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। এরপর মামলার আইনি জটিলতায় সম্মেলন হয়নি। ফলে তৈরি হয়নি নতুন নেতৃত্ব। বঞ্চিত হন অনেক নেতা। তবে দীর্ঘ ১৮ বছর পর আজ (সোমবার) চমেক শাহ্ আলম বীরউত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে চমেক ও হাসপাতাল ক্যাম্পাসে চলছে নানা উৎসাহ-উদ্দীপনা। ২০০৬ সালে ডা. শেখ শফিউল আজমকে আহ্বায়ক ও ডা. মো. শরীফকে সদস্য সচিব করে স্বাচিপ চট্টগ্রাম জেলা কমিটি এবং ডা. মুজিবুল হক খানকে আহ্বায়ক ও ডা. নাসির উদ্দিন মাহমুদকে সদস্য সচিব করে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা গঠন করা হয়েছিল। তবে দীর্ঘ ১৮ বছরের চেয়ে বেশি সময় পার হলেও শাখা দুটির কোনো সম্মেলন হয়নি। আজকের সম্মেলনে স্বাচিপ চট্টগ্রাম জেলা ও চমেক শাখার সাধারণ এবং আজীবন মিলে প্রায় ২ হাজার ১০০ চিকিৎসক অংশগ্রহণ করার কথা। তবে কাউন্সিল নিয়ে চিকিৎসকদের মধ্যে চলছে নানা গুঞ্জন- কে হচ্ছেন দুই শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। স্বাচিপ চট্টগ্রাম জেলার আহ্বায়ক ডা. শেখ শফিউল আজম বলেন, নানা কারণে দীর্ঘদিন স্বাচিপ চট্টগ্রামের সম্মেলন হয়নি। বিদ্যমান জটিলতাগুলো নিরসন হওয়ায় আজ (সোমবার) সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, স্বাচিপ বর্তমান কেন্দ্রীয় কমিটি দেশের অনেক জেলার সম্মেলন করেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম কমিটিও অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী একজন করে হলে তাৎক্ষণিক কমিটি ঘোষণা করা হবে। জানা যায়, আজকের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশেষ অতিথি থাকবেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর