সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পল্লী উন্নয়নে নতুন সচিব সাহানা খাতুন, শাহাবুদ্দিন ফের জাপানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ শাহনারা খাতুনকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। পরে তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাহাবুদ্দিন আহমেদ। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিসিএস ১৩ ব্যাচের কর্মকর্তা মোসাম্মাৎ শাহনারা খাতুন সচিব হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে মোসাম্মাৎ হামিদা বেগমের স্থলাভিষিক্ত হবেন। আদেশটি আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এদিকে, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনমাস সময় থাকতেই আরও ছয় মাসের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব শাহাবুদ্দিন আহমেদ। ২০২০ সালে সাবেক এই খাদ্য সচিবকে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ নিয়ে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত করে সরকার। এরপর আরও দের বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করে যা আগামী জুলাইতে শেষ হওয়ার কথা। এরইমধ্যে আরও ছয় মাসের সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর