সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স ১২৮ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ১২৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাস মার্চে পাঠিয়েছিলেন প্রায় ২০০ কোটি ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত রেমিট্যান্সের তথ্যে দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাসের ১৯ দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের মার্চের চেয়ে কম ছিল ১ দশমিক ২৬ শতাংশ। আর আগের মাস ফেব্রুয়ারির চেয়ে কম এসেছিল ৭ দশমিক ৭৫ শতাংশ। ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে রেমিট্যান্সের প্রত্যাশা পূরণ হয়নি ঈদের আগে। এপ্রিলের প্রথম ১২ দিনে দেখা দেয় রেমিট্যান্সে ধীরগতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর