মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফারাবী তৈরি করেছেন টেলিস্কোপ

খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম

ফারাবী তৈরি করেছেন টেলিস্কোপ

কুড়িগ্রামের এক ছাত্র অর্থ সংকটে কিনতে না পেরে নিজেই ঘরে বসে  টেলিস্কোপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। নিজের তৈরি  টেলিস্কোপটির নাম দিয়েছে নিকো-কে-ইলেভেন (NEKO-K-11)। এ টেলিস্কোপের মাধ্যমে খালি চোখে স্পষ্টভাবে চাঁদ, সূর্য, গ্রহ-নক্ষত্র দেখা যায়। এটি দেখতে তার বাড়িতে এখন ভিড় করছেন অনেকেই। তার মেধা ও প্রতিভায় খুশি তার স্বজন ও এলাকাবাসী।

প্রত্যন্ত গ্রামে নিজের মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে টেলিস্কোপ তৈরি করে এলাকায় সাড়া ফেলে দেওয়া এই ছেলের নাম ফাহাদ আল ফারাবী (১৬)। সে রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয়ের দশম  শ্রেণির ছাত্র। ফারাবী রাজারহাট উপজেলার মেকুটারী গ্রামের জয়নুল আবেদীন ও পারভীন খন্দকারের ছোট ছেলে। ছোটবেলা থেকেই তার ছিল মহাকাশ সম্পর্কে জানার ব্যাপক কৌতূহল। বইয়ের পাতায় গ্রহ, নক্ষত্র ও উপগ্রহের অবস্থান পড়ে পড়ে তা কাছ থেকে দেখার ইচ্ছা হয় তার। সে জানতে পারে টেলিস্কোপ নামে একটি যন্ত্রের মাধ্যমে সবকিছু কাছ থেকে দেখা যায়। তারপর জানতে পারে টেলিস্কোপ কিনতে পাওয়া যায়। খেঁাঁজ করে জানতে পারে বাজারে একটি  টেলিস্কোপের দাম ৪০-৫০ হাজার টাকা। কিন্তু এত টাকা দিয়ে তা কেনার সামর্থ্য নেই তার। তাই নিজেই টেলিস্কোপ তৈরির প্রকল্প হাতে নেয়। ফারাবী জানায়, ‘২০২১ সালের শেষদিকে টেলিস্কোপ বানানোর সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করি। এক পর্যায়ে এস্ট্রোনমি ইন্সট্রুমেন্ট না থাকায় কাজ আটকে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর করে বড় ভাই ফাহমিদ আল জাবেরের সহযোগিতায় গত বছর ঢাকার এক এস্ট্রোনমি হাউসের সন্ধান পাই। সেখান থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে টেলিস্কোপটি বানাতে সক্ষম হই।’ এতে খুবই খুশি ফাহাদ আল ফারাবী। সরকারি সহযোগিতা পেলে কম দামে বাজারে টেলিস্কোপ সরবরাহ করতে আগ্রহী ফারাবী।

সর্বশেষ খবর