মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শার্ক ট্যাংক বাংলাদেশ শুরু ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৬ এপ্রিল থেকে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বিশ্বের জনপ্রিয় বিজনেস রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’। প্রতি শুক্রবার রাত ১০টায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম বঙ্গ ও দীপ্ত টিভিতে একযোগে প্রচারিত হবে। গতকাল রাজধানীর হলিডে ইন-এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রায় ২ হাজারেরও বেশি কোম্পানি যাচাইবাছাই করার পরে অবশেষে বহুল প্রত্যাশিত এই শো সম্প্রচারিত হতে যাচ্ছে। বঙ্গর সিইও আহাদ মোহাম্মদ ভাই বলেন, এক দশকেরও বেশি সময় ধরে শার্ক ট্যাংক আমার প্রিয় এশটি শো। বাংলাদেশ একটি উদ্যোক্তাভিত্তিক সম্পদশালী দেশ এবং একজন গর্বিত বাংলাদেশি হিসেবে আমি মনে করি এই শোটি আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি বিনোদনের জন্য একটি যথাযোগ্য প্ল্যাটফরম।

রবির হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস শামীম উজ জামান বলেন, আমাদের দেশের সব সম্ভাবনাময় উদ্যোক্তার উদ্দেশে আমি বলতে চাই- আপনারা সবাই আমাদের রবির ট্যাগলাইন ‘বিশ্বাস করুন আপনি পারবেন’ এ কথায় বিশ্বাস রাখুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্ক ট্যাংক বাংলাদেশ-এর বিচারকম লী তথা শার্ক স্টার্টআপ বাংলাদেশের প্রধান সামি আহমেদ, বিডিজবস-এর প্রধান ফাহিম মাশরুর, অ্যাডকম হোল্ডিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, এনচান্টেড ইভেন্টস অ্যান্ড প্রিন্টস-এর সিইও এবং প্রতিষ্ঠাতা সাওসান খান মঈন, গালা মেকওভার স্টুডিও ও স্যালনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নাভিন আহমেদ, ম্যাজেস্টো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ ও বিগ্লোবালের সিইও স্যামুয়েল ব্রিজফিল্ডসহ শার্ক ট্যাংক বাংলাদেশের সব পার্টনার। প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং ডিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী বলেন, শার্ক ট্যাংকের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমরা আনন্দিত। প্রাইম ব্যাংকে আমাদের ব্যাংকিং সিস্টেমে আমরা সব সময়ই উদ্যোক্তাদের সক্ষমতা এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে উপলব্ধি করতে সাহায্য করায় বিশ্বাসী।

সর্বশেষ খবর