বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জলবায়ু মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ৫৩৪ বিলিয়ন ডলার প্রয়োজন। তাই জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা অপরিহার্য। তিনি আরও বলেন, বাংলাদেশ জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল বাংলাদেশের জাতীয় জলবায়ু পরিকল্পনার অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপো ২০২৪-এর একটি সেশনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। তিনি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ, সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর