বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আত্মসমর্পণের পর যুবদলের দুই নেতা কারাগারে

রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নাশকতা মামলায় ১০ বছর করে সাজাপ্রাপ্ত রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। গতকাল সকালে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এ তারা আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। হরতালে নাশকতা, ককটেলসহ বোমা রাখার অভিযোগে ২০১৩ সালে করা মামলায় ২০২৩ সালের ২০ নভেম্বর রংপুর বিএনপির পাঁচ নেতাকে ১০ বছর করে কারাদন্ড দেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালতে উপস্থিত বিএনপির আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেন, বাদীপক্ষ আদালতে সাক্ষ্য-প্রমাণ দিতে পারেনি। তার পরও একটি সাজানো মিথ্যা মামলা করে ফরমায়েশি রায়ের মাধ্যমে আসামিদের সাজা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর