বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সিডিএর নতুন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ইউনুছ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছকে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হবেন। জানা যায়, বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের মেয়াদ গতকাল শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ায় সংস্থাটির জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তাই আগামী তিন বছরের জন্য মোহাম্মদ ইউনুছ সিডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ ১৯৫৫ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি হাটহাজারীর নুর আলী মিয়ার হাট ফরহাদাবাদ গ্রামের মরহুম নুর হোসেনের ছেলে। তিনি ১৯৭৭ থেকে ১৯৭৮ পর্যন্ত চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর