শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তামাকজনিত রোগে আক্রান্ত দেশের ১৫ লাখ মানুষ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

দেশে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক সেবন করে। পাশাপাশি প্রায় ১৫ লাখ মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। তাই আসন্ন অর্থবছরের বাজেটে সব ধরনের তামাকপণ্যের ওপর কার্যকর করারোপের মাধ্যমে দাম বৃদ্ধির দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তামাক কর বৃদ্ধির দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, যা একই সময়ে তামাক খাত থেকে অর্জিত রাজস্বের (২২ হাজার ৮১০ কোটি টাকা) চেয়ে অনেক বেশি। সংবাদ সম্মেলনের প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ‘কার্যকর করকাঠামো না থাকায় আমাদের দেশে তামাকের মতো ক্ষতিকর পণ্যটির দাম অন্যান্য দেশের তুলনায় সস্তা।’

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আবদুল আউয়াল রিজভী বলেন, ‘বিশাল এ জনগোষ্ঠীকে তামাকের ক্ষতিকর দিক থেকে রক্ষায় সব ধরনের তামাকপণ্যের দাম বৃদ্ধি করতে হবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।

সর্বশেষ খবর