শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পর্দা নামল চার দিনের ন্যাপ এক্সপোর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (ন্যাপ) এক্সপো-২০২৪-এর পর্দা নেমেছে। চার দিনব্যাপী এ এক্সপোয় বিভিন্ন দেশ, সংস্থা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা ন্যাপ প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সুরক্ষার জন্য সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান।

পরিবেশ সচিব তৃণমূল পর্যায়ে বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোয় (এলডিসি) বাস্তব সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যেখানে ন্যাপ বাস্তবায়নের জন্য অর্থের অ্যাক্সেস এখনো চ্যালেঞ্জিং। ন্যাপ এক্সপো ন্যাপের অগ্রগতি মূল্যায়ন এবং এগিয়ে যাওয়ার কৌশল নির্ধারণের জন্য একটি প্ল্যাটফরম। তিনি ন্যাপ এক্সপোর ফলাফলক ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কপ-২৯-এ একটি ইভেন্ট আয়োজনের প্রস্তাব করেন। ড. ফারহিনা বলেন, সামগ্রিকভাবে ইভেন্টটি অভিযোজন পরিকল্পনায় একটি নেতা হিসেবে বাংলাদেশের ভূমিকার ওপর জোর দেয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর কৌশল সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন সচিবালয়ের অভিযোজন বিভাগের ব্যবস্থাপক ডা. পল ডেসাঙ্কার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারির মতো উদ্যোগের উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের মধ্যে বাংলাদেশের স্থিতিস্থাপকতার প্রশংসা করেন। সমাপনী অধিবেশনে স্বল্পোন্নত দেশ বিশেষজ্ঞ গ্রুপের ভাইস চেয়ার আদাও সোয়ারেস বারবোসাও বক্তৃতা করেন। সমাপনী অধিবেশন সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুবনা ইয়াসমিন।

 

সর্বশেষ খবর