শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঢাকাসহ চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ চার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল উত্তরা পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টার, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের এ অভিযান চলে।

দুদক সূত্র জানায়, উত্তরায় পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টারে পাসপোর্টের তথ্য সংশোধন ও নবায়ন করে দেওয়ার জন্য ঘুষ লেনদেন করার অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইল ফোন জব্দ করে। মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এদিকে চাঁদপুরে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে অস্বাভাবিক লেনদেন ও সন্দেহজনক তথ্য পাওয়ায় তাদের মোবাইল ফোনটি জব্দ করা হয়।

নোয়াখালীতে প্রাথমিক পর্যবেক্ষণে স্থানীয় দালাল এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রধান কার্যালয়ের কতিপয় কর্মচারীর পরস্পর যোগসাজশে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে পাসপোর্ট সেবা দেওয়া হয় মর্মে দুদকের টিমের কাছে প্রতীয়মান হয়।

সর্বশেষ খবর