শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয় : গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয় : গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ‘আবাসন মানুষের কাক্সিক্ষত বিষয়। দেশের সব মানুষকে আবাসনের ব্যবস্থা করে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।’ গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার হাউজিং প্রকল্প প্রাঙ্গণে জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে তাঁকে দেওয়া সংবর্ধনা ও সমিতির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পিআরএল ভোগরত-(গ্রেড-১) কর্মকর্তা ও প্রকল্পের সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘নতুন নতুন ভবন নির্মাণের সময় এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট) যারা করবেন তারাই ভবন নির্মাণের অনুমোদন পাবেন। এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না।’ মন্ত্রী বলেন, ‘ঢাকা দূষিত শহরের তালিকায় ১ থেকে ৩ নম্বরের ভিতরে থাকে। এ অবস্থায় আমরা কেউই শান্তিতে থাকতে পারব না। দরিদ্র ও ছিন্নমূল মানুষের বিষয়ে প্রধানমন্ত্রী চিন্তা করছেন। যার কারণে তিনি আশ্রয়ণ প্রকল্প গড়ে তুলেছেন।’ তিনি বলেন, ‘তিতাসের পূর্বপারে ব্রাহ্মণবাড়িয়া শহর সম্প্রসারিত করা হবে। কুরুলিয়া খালের দক্ষিণপারে অ্যাপার্টমেন্ট করা হবে। পৌর এলাকা বর্ধিত করা হবে।’ এর আগে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর