শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কালিয়াকৈর প্রতিনিধি

আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে দুই অজ্ঞাতের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তি এবং গাজীপুরের কালিয়াকৈরে আরও এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আজিজিয়া মাবুদিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, হাটহাজারীর ১১ মাইল এলাকায় তেল বহনকারী একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় তার শরীর থেকে পুরো মাথা বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। গতকাল রাত ৯টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, বিকালের দিকে ওই এলাকার রেললাইনের ব্রিজের ওপর মস্তকবিহীন এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ভিড় জমায়। গাজীপুরের কালিয়াকৈরে অরিক্ষত রেলক্রসিংয়ে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 গতকাল বিকালে রাজশাহী-জয়দেবপুর রেললাইনের কালামপুর খাজারডেক এলাকায় অরিক্ষত ওই রেলক্রসিং দিয়ে অটোরিকশাটি নিয়ে পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-জয়দেবপুর রেললাইনের কালামপুর খাজারডেক এলাকায় গতকাল বিকালে অরিক্ষত রেলক্রসিং দিয়ে অজ্ঞাত পরিচয় ওই যুবক অটোরিকশায় একজন যাত্রী নিয়ে পার হচ্ছিল। এ সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুত গতির ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে চালক বেছে গেলেও যাত্রী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর